হালাল রুজি বলতে কি বুঝায় এবং হালাল রুজি ও ইবাদতের মধ্যে সম্পর্ক কি?

প্রশ্ন: ১) হালাল রুজি বলতে কি বুঝায়?
২) হালাল রুজি ও ইবাদতের মধ্যে সম্পর্ক কি?

উত্তর:
🔸 হালাল রুজি অর্থ হালাল খাবার। 
– যে খাদ্যদ্রব্যটি মূলত: হারাম বস্তু নয়। যেমন, শুকুর, কুকুরের গোস্ত, মদ…ইত্যাদি।
– অথবা যে খাদ্যদ্রব্যটি হারাম পদ্ধতিতে উপার্জিত নয়। যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি
– অথবা যে খাদ্যদ্রব্যটি হারাম অর্থ দ্বারা উপার্জিত নয়। যেমন, সুদ, ঘুস, অবৈধ ব্যবসা ইত্যাদির মাধ্যমে উপার্জিত অর্থ।

🔸 ইবাদত হল, যে সকল কথা ও কাজে আল্লাহ খুশি হন -চাই তা বাহ্যিক হোক বা অভ্যন্তরিণ হোক।
– বাহ্যিক: যেমন, নামায, রোযা, হজ্জ, যাকাত, তাসবীহ, যিকির, দুআ, কুরআন তিলাওয়াত ইত্যাদি।
– অভ্যন্তরিণ (যা মনে মনে হয়): যেমন, সৎ নিয়ত, আল্লাহ ও রাসুলের প্রতি ভালবাসা ও বিশ্বাস, আল্লাহর প্রতি নির্ভরতা, তাকে ভয় করা, তার নিকট আশা-আকাঙ্খা করা ইত্যাদি।

🌀 কোন ব্যক্তি যদি সৎভাবে জীবন যাপনের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের জন্য সময় ও শ্রম ব্যয় করে তাহলে এতে সে দুনিয়াবী আয়-উপার্জনের পাশাপাশি সৎ নিয়তের কারণে সওয়াব লাভ করবে। আল্লাহু আলাম।
———
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল