সুন্নত অনুযায়ী গোসল করার পর নামায পড়ার জন্য কি আবারো অযু করতে হবে?

প্রশ্ন:-সুন্নত অনুযায়ী গোসল করার পর নামায পড়ার জন্য কি আবারো অযু করতে হবে? অযুর পর husband যদি wife এর শরীর স্পর্শ অথবা দর্শন করে তাহলে কি অযু নস্ট হয়?
উত্তর:
ফরয গোসল করার পর আলাদাভাবে ওযু করার প্রয়োজ নাই-যদি অন্য কোন কারণে পবিত্রতা নষ্ট না হয়। বরং ঐ গোসলেই সালাত আদায় করা যাবে ইনশাআল্লাহ।
স্বামী-স্ত্রীর শরীর স্পর্শ করা, চুমোচুমি বা দেখাদেখির মাধ্যমে ওযু নষ্ট হয় না যদি লজ্জাস্থান দিয়ে পানি জাতীয় তরল কোন কিছু বের না হয়।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA