সালাতের কাতার সোজা করার উদ্দেশ্যে ইমাম সাহেব কর্তৃক মুক্তাদিদের প্রতি নির্দেশ বাচক কতিপয় আরবি বাক্য ও সেগুলোর অর্থ

ইমাম সাহেব জামাআতে সালাতে দণ্ডায়মান হওয়ার সময় কাতার সোজা করা এবং কাতারের মাঝে ফাঁকা জায়গা পূরণ করত: সবাইকে সুশৃঙ্খল ভাবে দাঁড়ানোর উদ্দেশ্যে কতিপয় নির্দেশ বাচক বাক্য ব্যবহার করে থাকেন। (বিশেষত: আরবি ভাষী ইমামগণ)। নিন্মে সেগুলোর আরবি উচ্চারণ ও বাংলা অর্থ দেয়া হল:
▪ ইসতাউ (استووا) অর্থ: আপনারা সোজা হোন অর্থাৎ আপনারা সমান্তরাল ভাবে দণ্ডায়মান হোন।
▪তারাসসু (تراصوا) অর্থ: আপনারা একে অপরের সাথে লেগে লেগে সু শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান।
▪ সু্উঊ/সুব্বু সুফূফাকুম (سووا صفوفكم) অর্থ: আপনারা আপনাদের কাতারগুলো সোজা করে নিন।
▪ই’তিদালূ (اعتدلوا) অর্থ: আপনারা (কাতারের মধ্যে) সামঞ্জস্যতা আনুন।
▪সুদ্দুল খালাল (سدوا الخلل) অর্থ: খালি জায়গাগুলো পূরণ করুন।
▪সুদ্দুল ফুরাজ (سدوا الفرج) অর্থ: শূন্যস্থানগুলো পূর্ণ করুন। (দুটি বাক্যের অর্থ প্রায় কাছাকাছি)
▪হা-যূ বাইনাল মানাকিবি ওয়াল আকদাম ( حاذوا بين المناكب و الأقدام ) অর্থ: আপনারা কাঁধ ও পায়ের পাতা বরাবর (সারিবদ্ধ ভাবে) দণ্ডায়মান হোন।
●●●●●●●●●●
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দওয়াহ সেন্টার, ksa