শশুর-শাশুড়ি গরীব হলে তাদেরকে যাকাত দেয়া যাবে কি?

উত্তর:
যার ভোরণ-পোষণের দায়িত্ব বহন করা আপনার জন্য আবশ্যক নয় সে যদি গরীব-অসহায় হয় বা যাকাত দেয়ার ৮ শ্রেণীর অন্তর্ভূক্ত হয় (সূরা তওবা: ৬০নং আয়াত) তাহলে তাকে যাকাত দেয়া জায়েয।
সুতরাং নিজের শুশুর-শাশুড়ি যদি যাকাত পাওয়ার হকদার হয় তাহলে তাদেরকে যাকাত দেয়া যাবে। আল্লাহু আলাম।
—————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।