রৌপ্যের যাকাতের নিসাব কত?

উত্তর :-রৌপ্যের ক্ষেত্রে যাকাত ফরজ হওয়ার নিসাব হল, ৫৯৫ গ্রাম রৌপ্য।
কারও নিকট যদি এ পরিমান রৌপ্য বা তার সমপরিমান মূদ্রা এক বছর জমা থাকে তাহলে তাতে যাকাত ফরজ হবে।

রৌপ্যের আজকের বাজার দর ৪৪.৩৯ টাকা (গ্রাম প্রতি)। (11 Jun 2017 at 11:21 AM)
সুতরাং রৌপ্যের হিসাবে (৪৪.৩৯ ✕ ৫৯৫=) ২,৬৪১২ টাকা হল যাকাত ফরজ হওয়ার নিসাব। এ পরিমান টাকা কারও নিকট এক বছর গচ্ছিত থাকলে তাতে ২.৫% যাকাত বের করতে হবে।
আল্লাহু আলাম

Shaikh Abdullahil Hadi Bin Abdul Jalil.