রমাযান মাসে যে কোন ইবাদতের সওয়াব ৭০গুণ বৃদ্ধি করা হয়” এটি কতটকু সহীহ?

প্রশ্ন: “রমাযান মাসে যে কোন ইবাদতের সওয়াব ৭০গুণ বৃদ্ধি করা হয়” এটি কতটকু সহীহ?

উত্তর:
“রামাযান মাসে যে কোন ইবাদতের সওয়াব ৭০গুণ বৃদ্ধি করা হয়”- এটি ভিত্তিহীন কথা। তবে এ ধরণের একটি হাদীস পাওয়া যায় কিন্তু তা মুনকার বা মারাত্মক দুর্বল। তা হল,
“যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে, সে যেন অন্য মাসের একটি ফরয আদায় করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরয আদায় করেন, সে যেন অন্য মাসের সত্তরটি ফরয সম্পাদন করল।”
(এ হাদীসটি মুনকার : য‘ঈফ আত্ তারগীব ৫৮৯, ইবনু খুযায়মাহ্ ১৮৮৭, শু‘আবূল ঈমান ৩৩৩৬। কারণ এর সানাদে ‘আলী ইবনু যায়দ ইবনু জাদ্‘আন একজন দুর্বল রাবী।)
আল্লাহু আলাম
———-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল