মৃত ব্যক্তির ওয়ারিশগণ যদি তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ না করে

প্রশ্ন: মৃত ব্যক্তির ওয়ারিশগণ যদি তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ না করে তাহলে কি সেই মৃত ব্যক্তি গুনাহগার হবে? নাকি তার ওয়ারিশগণ গুনাহগার হবে?

উত্তর:
কোনও ব্যক্তি যদি ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার ওয়ারিশ বা উত্তরাধিকারীদের উপর আবশ্যক হল, ঋণ পরিশোধ করার পর সম্পদের বাকি অংশ তাদের মাঝে শরীয়ত সম্মত পদ্ধতিতে ভাগ-বাটোয়ারা করা।
তারা যদি এটি না করে তাহলে সকলেই গুনাহগার হবে। মৃত্যু ব্যক্তি এ জন্য দায়ী নয়।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব