মুসলিম হওয়া সত্ত্বেও কখন একজন মুসলিম জান্নাতে যেতে পারবে না?

উত্তর: একজন ঈমানদার ব্যক্তি যদি শিরক বা কুফরির মাধ্যমে ইসলাম থেকে বহিষ্কৃত তথা মুরতাদ না হয়ে যায় তাহলে তার অন্তরে সরিষার দানা সম পরিমাণ ঈমান থাকলেও ইনশাআল্লাহ অবশেষে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব