মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনী পরিচয়ে চাকুরী বা বেতন-ভাতা নেয়ার বিধান

প্রশ্ন: মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনীর পরিচয়ে চাকরি-বেতন-ভাতা নেয়া কি বৈধ হবে? আমার পরিচিত এমন একজন আছে ,যে মুক্তি যোদ্ধার সন্তান পরিচয়ে যত উৎস থেকে টাকা পাওয়া যায় ততো জায়গা থেকে টাকা নিয়েছে এবং নাতি-নাতনিদের দেরও টাকা নেয়ার সুযোগ করে দিচ্ছে। এটা আসলে কতটা ঠিক ?

উত্তর:

যদি কেউ সত্যিকারে মুক্তি যোদ্ধার সন্তান বা নাতি-নাতনি হয়ে থাকে আর সরকার বা কোন সংস্থা যদি এ ধরণের সুযোগ দেয় তাহলে তাদের জন্য তা গ্রহণ করতে কোন আপত্তি নাই। কারণ এটা তারা জোর করে বা ছল-চাতুরী করে নিচ্ছে না। বরং সরকার বা সংস্থা স্বেচ্ছাপ্রনোদিতভাবে তাদেরকে উপহার হিসেবে এটা দিচ্ছে।
তবে যদি ভুয়া মুক্তি যোদ্ধার সন্তান/নাতি-নাতনি পরিচয়ে বা দলীয় শক্তি, প্রতারণা, ঘুস অথবা অন্য কোন অসদুপায় অবলম্বনের মাধ্যমে কোন ধরণের সুযোগ-সুবিধা গ্রহণ করা হয় তাহলে নি:সন্দেহে তা হারাম হবে। আল্লাহু আলাম।
▬▬▬▬▬▲▲▲▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।।