মানুষ সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে

প্রশ্নঃ একটা হাদিসে পাওয়া যায় যে মানুষ সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে আবার আরেকটা হাদিসে পাওয়া যায় যে মায়ের গর্ভে আসার পর তার ভাগ্য লেখা হয় আসলে কোনটা সঠিক? জি মানুষ সৃষ্টির
উত্তরঃ মানুষ সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে যে তাকদীর লেখা হয়েছে সেটা “লাওহে মাহফুজে” আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন সেটা ফেরেশতারা জানে না। ফেরেশতারা জানে না “লাওহে মাহফুজে” কি লেখা রয়েছে। সেটা একমাত্র আল্লাহই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে একটা শিশু যখন মায়ের গর্ভে জন্ম লাভ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ঐ তাকদীরটা ফেরেশতাদের দেন এবং ফেরেশতারা ওটা তাদের কাছে তাদের দফতরে লিখে নেন। এতাই এছাড়া আর অন্য কিছু না।

উত্তর প্রদানে:
মোহাম্মদ সাইফুল ইসলাম মাদানি।।