বিছানা, তোশক, কম্বল, গদি ইত্যাদির উপর সালাত আদায় ও সেজদা করার বিধান

প্রশ্ন: যদি কোথাও শক্ত মাটি না থাকে, যেমন মিনার তাবুতে চারদিকে তোশক পাতা। কোনো ফাঁকা মাটি নেই। সেক্ষেত্রে কি তোশকের উপর নামায পড়লে এবং কেবল সেজদার জায়গায় খাতা, হার্ডবোর্ড বা এরকম শক্ত কিছু দিয়ে তার উপর সিজদা দিয়ে নামাজ পড়া যাবে?
উত্তর:

শক্ত মাটির উপর সেজদা করা জরুরি নয়। পবিত্র বিছানা, কম্বল, তোশক, গদি ইত্যাদির উপরেও সেজদা করা যাবে যদি তাতে কপাল ও নাক ভালোভাবে লাগানো যায়।

কিন্তু যদি সেজদার স্থানটা এতটা তুলতুলে নরম হয় যে, সেজদার সময় চাপ পড়লে কপাল একদম ভিতরে ঢুকে যায়, কপালকে চাপ দিয়ে স্থিরভাবে লাগানো যায় না তাহলে তাতে সেজদা করা বৈধ হবে না। সে ক্ষেত্রে এমন স্থানে সেজদা করতে হবে যেন, নাক ও কপালকে ভালোভাবে স্থির রেখে সেজদা করা যায় বা সেজদার স্থানে শক্ত কিছু দিয়ে তার উপর সেজদা করতে হবে।

যাহোক, কম্বল, গদি, তোশক ইত্যাদির উপর সেজদা দেয়ার ক্ষেত্রে সেজদার স্থানে খাতা, হার্ডবোর্ড বা অন্য শক্ত কিছু দেয়ার প্রয়োজ নাই। কেননা এগুলোর উপর স্থিরভাবে নাক ও কপাল রাখা যায়। আল্লাহু আলাম।

—–উত্তর প্রদানে:——–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব