নাপাকী থেকে পবিত্রতা সংক্রান্ত কয়েকটি প্রশ্নোত্তর

১. আমার মেয়ে পেশাব করার পর তার শরীর শুকিয়ে গেছে। এখন তাকে পবিত্র করার জন্য ভেজা কাপড় দ্বারা মুছে নেয়াই কি যথেষ্ট? কত বার মুছতে হবে?
২. আমি কোন জায়গায় নাপাকী ধোয়ার পর সে জায়গায় ভালো করে পানি দিয়ে না আসলে কি আমার গুনাহ হবে?
৩. পায়ে পেশাব লাগলে কয় বার ধুতে হবে? এক বদনা পানি দিয়ে ধুয়ে দিলে কি যথেষ্ট হবে?

উত্তর:
১) মেয়ের শরীর ভেজা কাপড় দ্বারা মুছে নেয়াই যথেষ্ট। এ ক্ষেত্রে তা কয়েকবার এমনভাবে মুছবেন যেন, পেশাবের গন্ধ বা চিহ্ন অবশিষ্ট না থাকে। তবে পানি দ্বারা ধৌত করা অধিক উত্তম।
২) যেখানে নাপাকি ধৌত করবেন সেখানে কাজ শেষে পানি ঢেলে এমনভাবে পরিষ্কার করে নিবেন যেন, সেখানে নাপাকীর কনো বর্ণ, গন্ধ বা চিহ্ন অবশিষ্ট না থাকে।
৩) পায়ে বা শরীরের যে কোন স্থানে পেশাব লাগলে তা ভালোভাবে ধৌত করে নিবেন। এতটুকু পানি ব্যবহার করবেন যেন মনে হয় যে, পরিপূর্ণভাবে পরিষ্কার হয়েছে। এক বদনা পানি দ্বারা কয়েকবার ভালো করে ধুলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আল্লাহু আলাম।
———
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।