দেনমোহর বাবদ যত টাকা ধার্য করা হয়েছে সেটা কি স্ত্রীকে টাকা এবং স্বর্ণ প্রদানের মাধ্যমে পরিশোধ করা যাবে

প্রশ্ন: আমার স্ত্রীর দেনমোহর বাবদ যত টাকা ধার্য করা হয়েছে সেটা কি তাকে টাকা এবং স্বর্ণ প্রদানের মাধ্যমে পরিশোধ করা যাবে? অর্থাৎ টাকার পাশাপাশি স্বর্ণও কি মোহর হিসেবে গণ্য হবে?
▬▬▬◄❖►▬▬▬
উত্তর: একজন পুরুষের জন্য ফরয হচ্ছে, বিয়ের সময় তার এবং স্ত্রীর পক্ষ যে পরিমাণ দেনমোহর নির্ধারণের ওপর একমত হয়েছিল তা যথাযথভাবে পূরণ করা। কেননা এটি যেমন একদিকে একটি চুক্তি অন্য দিকে আর্থিক লেনদেন।
সুতরাং স্বামীকে উক্ত ধার্যকৃত দেনমোহর পরিশোধ করার ব্যাপারে পূর্ণ আন্তরিক হতে হবে। অন্যথায় গুনাহগার হবে। কেননা এটি বান্দার হক বা পাওনা।
অবশ্য স্ত্রী যদি ধার্যকৃত মোহর থেকে কিয়দংশ ছাড় দেয় তাহলে স্বামী তা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারে এতে কোন আপত্তি নেই।
যা হোক, নগদ ক্যাশ, স্থাবর-অস্থাবর সম্পদ বা স্বর্ণ-রৌপ্য ইত্যাদি দ্বারা ধার্যকৃত দেনমোহর পরিশোধ করা যাবে। শর্ত হল, এগুলো প্রদানের সময় স্বামী স্ত্রীর নিকটে এর মাধ্যামে দেনমোহর পরিশোধের বিষয়টি স্পষ্ট করবে। বিষয়টি লিখিত হলে আরও উত্তম হয়। যেন ভবিষ্যতে কোন কারণে দাম্পত্য জীবনে ভাঙ্গন সৃষ্টি হলে দেনমেহারে বিষয়টি নিয়ে আর কোনো ঝামেলা না হয়।
আল্লাহু আলাম।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।