দুই ঈদের দিন কবরস্থানে সম্মিলিত ভাবে দোয়া-মুনাজাত করার বিধান

প্রশ্ন: আমাদের সমাজে দুই ঈদের দিন কবরস্থানে গিয়ে একজন ইমামের মাধ্যমে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে
সম্মিলিতভাবে যৌথ মোনাজাত করা হয়। এটা কতটুকু সঠিক?

উত্তর:
বছরের যে কোনো দিন যেকোনো সময় কবর জিয়ারত করা জায়েজ আছে।
তবে কেউ যদি বিশেষ কোনো দিন বা রাতকে জিয়ারতের জন্য নির্ধারণ করে নেয় এবং সবসময় সেভাবেই করে তাহলে তা বিদ’আত হিসেবে পরিগণিত হবে।
যেমন দুই ঈদের দিন, জুমার দিন, শবে কদর বা কথিত শবে বরাতে ইত্যাদি।

কবর জিয়ারতের সুন্নতি নিয়ম হলো, প্রত্যেক ব্যক্তি যার যখন সুবিধা হবে তখন কবরের সন্নিকটে গিয়ে কিবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করে অথবা না করে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে। এর আগে কবরে গিয়ে সালামের সুন্নতি দোয়া পাঠ করবে।
উল্লেখ্য যে, অধিক বিশুদ্ধ মতানুসারে মহিলাদের জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা ঠিক নয়। তবে তারা বাড়ি থেকেই মৃতদের জন্য দোয়া করবে।

গোরস্থানে সম্মিলিত দোয়া মোনাজাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সাহাবীদের থেকে প্রমাণিত নয়।
তাই বিজ্ঞ আলেমগণ কবরে লাশ দাফনের পরে অথবা পরবর্তীতে কবর জিয়ারতে গিয়ে সম্মিলিত ভাবে দোয়া-মোনাজাত করাকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন।
والله أعلم
————————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব