গোসলের নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত

নামায, রোযা, যাকাত, কুরবানি, ওযু, গোসল ইত্যাদি সকল প্রকার ইবাদতে মুখে নিয়ত উচ্চারণ করা কুরআন-সুন্নাহ ও সাহাবীদের আমল থেকে প্রমাণিত নয়। তাই তা বিদআত।
গোসলের শুরুতে “নাওয়াইতুল গোসলা লিরাফয়িল জানাবাতি ..(নাপাকি দূর করার উদ্দেশ্যে আমি গোসলের নিয়ত করিলাম) ”এ জাতীয় নিয়ত সম্পূর্ণ মানুষের মনগড়া। দ্বীনের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই। তাই তা অবশ্যই পরিত্যাজ্য।
তবে সকল ইবাদতের পূর্বে অন্তরে নিয়ত থাকা আবশ্যক। তদ্রূপ গোসলের পূর্বে অন্তরে পবিত্রতা অর্জনের নিয়ত থাকা আবশ্যক। নিয়ত ব্যতিরেকে কোন আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না (সহীহুল বুখারির ১ম হাদিস)। নিয়ত অর্থ সুদৃঢ় ইচ্ছা বা সংকল্প। এটি সম্পূর্ণ মনের বিষয়। এটি মুখে উচ্চারণ করার (বাংলায় বা আরবিতে) প্রামাণিকতা ও যৌক্তিকতা কোনটাই নেই।
আল্লাহ তাওফিক দান করুন।
—আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী