কোনো মানুসের যদি ব্যক্তিগত এটিটিউড আমার পছন্দ না হয়

প্রশ্ন:- কোনো মানুসের যদি ব্যক্তিগত এটিটিউড আমার পছন্দ না হয় আর সে কারনে যদি তার বক্তৃতা বা তার কোনো লিখা আমি না শুনি বা পড়ি তাহলে কি অহংকার বুঝাবে ? বা তার প্রতি বিদ্বেষ থাকা বুঝাবে ? যদিও তার জ্ঞান বা ইলম চর্চাকে আমি সম্মান করি কিন্তু শুধুমাত্র ব্যক্তি মানুসটাকে অপছন্দ করি। জানাবেন শাইখ। জাযাকাললাহু খয়রান

উত্তর:-
মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ জাগ্রত হয় তার আচার-ব্যবহার, কথাবার্তা, ভদ্রতা, জ্ঞান-গরিমা ইত্যাদিকে কেন্দ্র করে। আবার কারো জ্ঞান গরিমা থাকার পরও তার আচরণ ও কথাবার্তা যদি সন্তোষজনক না হয় তাহলে তার প্রতি সম্মানবোধ বজায় থাকে না। এটা খুব স্বাভাবিক। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট।
সুতরাং কারো ব্যক্তিগত আচার-আচরণ দেখে অপছন্দীয় হওয়ার কারণে তার লেখুনি পড়া বা বক্তৃতা শোনার আগ্রহ না থাকলে তাকে আহংকার বা বিদ্বেষ পোষণ বুঝায় নায়। বরং এটি তার আচার-ব্যবহারের প্রতি আপনার অসন্তুষ্টি বুঝায়। এতে কোন দোষ নেই ইনশাআল্লাহ। আল্লাহু আলাম
——
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।