কুরআন তিলাওয়াতের পূর্বে দরুদ পাঠ এবং কুরআন তিলাওয়াতের আদব সমূহ

প্রশ্ন : অনেকে কুরআন তিলাওয়াতের আগে দরুদ পড়ে থাকে। এটা কি সুন্নাহ ? কোরআন পড়ার আদব গুলো কি কি?
উত্তর : কুরআন তিলাওয়াতের আগে দরুদ পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই তা বিদআত। বরং কুরআন পাঠের আগে কী পাঠ করতে হবে তা আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন:
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّـهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم
“অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।” (সূরা আন নাহল: ৯৮)
অর্থাৎ ‘আউযু বিল্লাহি মিনাশ শায়ত্বানির রাজীম’ পাঠ করা- এটাই সুন্নত।
কুরআন মাজীদ পড়ার কতিপয় আদব:
১. আল্লাহ উদ্দেশ্যে ইবাদত মনে করে পড়া।
২. মনস্থির করা এ লক্ষে যে, আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছি।
৩. আয়াত পাঠের সময় তার প্রতি সম্মান দেখানো এবং তাঁর মহত্ব বোঝার চেষ্টা করা।
৪. বিনয়-নম্রতা এবং আয়াতের অর্থ বোঝার চেষ্টা নিয়ে পাঠ করা।
৫. পবিত্র অবস্থায় পাঠ করা।
৬. পবিত্র স্থানে পাঠ করা।
৭. পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা অর্থাৎ আউযুবিল্লাহিমিনাশ শায়তানির রাজীম পাঠ করা।
৮. সম্ভবে কিবলামূখী হওয়া।
৯. সুন্দর সূরে তাজবিদের প্রতি খেয়াল রেখে পাঠ করা।
১০. হাসি-রসিকতা নিয়ে না পড়া।
আল্লাহু আলাম।
▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।