কিয়ামতের দিন গিবত কারীর সকল নেক আমল যার নামে গিবত করা হয়েছে তাকে দিয়ে দেয়া হবে?

প্রশ্নঃ আমি শুনেছি যে, কিয়ামতের দিন গিবত কারীর সকল নেক আমল যার নামে গিবত করা হয়েছে তাকে দিয়ে দেয়া হবে? এটা কতটুকু সঠিক?
——————-
উত্তর:
যদি গিবত কারী ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যার গিবত করেছে তার প্রতি করণীয় বিষয়গুলো করে যেমন, তার জন্য ইস্তিগফার করা, দুআ করা, তার প্রশংসা করা, তার পক্ষ থেকে কেউ সমালোচনা করলে প্রতিবাদ করা বা তার পক্ষ থেকে জবাব দেয়া ইত্যাদি তাহলে ইনশাআল্লাহ এগুলো তার গুনাহের কাফফারা হয়ে যাবে।
পক্ষান্তরে কেউ যদি তা না করে তাহলে আখিরাতে আল্লাহর কাঠগড়ায় বিচারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন তার নেকিগুলো কর্তন করে যার গিবত করেছিলো তাকে দিয়ে দেয়া হবে। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব