ওজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কি

প্রশ্ন: ক. ওজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কি?

খ. অজু ছাড়া কানে হেডফোন লাগিয়ে বা লাউড স্পিকারের সাহায্যে কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

উত্তর:
♻ওযু ছাড়া মোবাইল, ট্যাব,ল্যাপটপ/কম্পিউটার থেকে কুরআন পড়া জায়েয আছে। তবে সরাসরি মুসহাফ (কুরআন) স্পর্শ করতে চাইলে ওযু থাকা জরুরি (অধিক বিশুদ্ধ মতানুসারে)।
অবশ্য যদি গোসল ফরয হয় তাহলে গোসল ব্যতিরেকে সরাসরি মুসহাফ, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস থেকে থেকে দেখে কুরআন তিলাওয়াত করা-এমনকি মুখস্থও পড়া জায়েয নয়।

♻ গোসল ফরয অবস্থায় নাপাক শরীরে কানে হেড ফোন লাগিয়ে বা লাউড স্পিকারের সাহায্যে কুরআন তিলাওয়াত শোনা জায়েয আছে। আল্লাহু আলাম
—————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল