এ হাদিসটি কি সহিহ ?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোনও মুসলিমকে এমন গুনাহ দ্বারা লজ্জা দেয়, যা থেকে সে তওবা করেছে, তাকে সেই গুনাহে লিপ্ত করে ইহকাল ও পরকালে লাঞ্ছিত করার দায়িত্ব আল্লাহ তা’য়ালা গ্রহণ করেন।” (তিরমিযী)

উত্তর:
এই মর্মে বর্ণিত হাদিসটি موضوع বা বানোয়াট।
الحديث رواه الترمذي ( كتاب صفة القيامة والورع/2429) ، ولفظه : ” من عيَّر أخاه بذنب لم يمت حتى يعمله ” .
والحديث قال عنه الشيخ الألباني في ” ضعيف الجامع ” رقم ( 5710 ) موضوع
কেউ পাপ করলে-বিশেষ করে যদি সে তওবা করে নিজেকে সংশোধন করে ফেলে তাহলে তাকে গালমন্দ বা ভর্ৎসনা করা উচিত নয় বরং উচিত তাকে সংশোধন করার জন্য নসিহত করা, তার হেদায়েতের জন্য দোয়া করা এবং তাকে সৎপথে চলতে সাহায্য করা।
সেই সাথে তার পাপ কাজটি অন্যের কাছে প্রকাশ না করা।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব