উচু স্থানে উঠার এবং নিচু স্থানে নামার দোয়া

উঁচু স্থানে উঠতে আল্লাহর বড়ত্ব প্রকাশ স্বরূপ ‘আল্লাহু আকবার’ এবং নীচে নামতে ‘সুবাহানাল্লাহ’ বলা সুন্নত।

জাবির রা. বলেন,
كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا
“আমরা যখন উপরের দিকে উঠতাম, ‘আল্লা-হু আকরাব’ ও যখন নীচের দিকে নামতাম তখন ‘সুব্হা-নাল্লাহ’ বলতাম।” (বুখারী হা/২৯৯৩)

অন্য হাদিসে বর্ণিত হয়েছে,
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ وَجُيُوشُهُ إِذَا عَلَوا الثَّنَايَا كَبَّرُوا، وَإِذَا هَبَطُوا سَبَّحُوا . رواه أَبُو داود بإسناد صحيح
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সেনা বাহিনী যখন উঁচু জায়গায় চড়তেন তখন আল্লাহু আকবার বলতেন। আর যখন নিচু জায়গায় নামতেন তখন সুবহানাল্লাহ’ বলতেন। [আবু দাউদ ২৫৯৯, সনদ সহীহ]
দুর্ভাগ্য হলেও সত্য যে, বর্তমানে এই সুন্নত টি আমাদের মাঝ থেকে প্রায় বিদায় নিয়েছে। তাই এটিকে পুনর্জীবিত করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।

সুতরাং সিঁড়ি বেয়ে উপরে উঠার সময়, নামার সময়, পায়ে হেঁটে অথবা গাড়িতে চলার ক্ষেত্রে উপরে যাওয়া এবং নিচে নামার সময় আমরা খুব সহজ এই সুন্নতের প্রতি আমলটি করে অবারিত সওয়াব অর্জন করতে পারি।

আল্লাহ তাওফীক দান করুন।

–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল