আমি সালাতে দাঁড়ালে আমার ছোট বাচ্চারা কান্না করে এই রকম হলে সালাত আদায় কিভাবে করবো

প্রশ্ন:- আমি সালাতে দাঁড়ালে আমার ছোট বাচ্চারা কান্না করে। ওরা কান্না করলেও আমি নিয়ত ভাঙিনা । এই রকম হলে সালাত আদায় কিভাবে করবো ? বা ওদের কান্না করা অবস্থায় ঐভাবেই সালাত আদায় করা যাবে কি ?

উত্তর:– বাসায় তাদের দেখা-শোনার জন্য অন্য কোন ব্যক্তি না থাকলে পাশে বসিয়ে তাদেরকে কোন খেলনা বা মোবাইলে কোন ভিডিও দেখতে দিয়ে সালাতে দাঁড়াবেন। 
– সালাত রত অবস্থায় কাছে এসে কান্না করলে কোলে নিবেন। রুকু ও সেজদার সময় নামিয়ে রাখবেন-যেমন রাসূল সা. হাসান ও হুসাইন রা.কে কোলে উঠিয়ে করতেন।
– খুব বেশি কান্নাকাটি করলে যথাসম্ভব তাড়াতাড়ি সালাত শেষ করবেন। একান্ত অসুবিধা হলে কেবল ফরযটা পড়ে নিবেন। সুন্নাতগুলো পরে সুযোগ করে পড়বেন।
– কখনো ওদেরকে ঘুমিয়ে দিয়ে সালাতে দাঁড়ানোর চেষ্টা করবেন।
– অনেক সময় বাচ্চাদের পেটে ক্ষুধা থাকায় কান্নাকাটি করে। সুতরাং নামাযে দাঁড়ানোর পূর্বে ভালোভাবে খাইয়ে নিবেন।
আল্লাহ আপনাকে সাহায্য করুন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী