অযু করে ঘুমানো সুন্নাত। একবার অযু করার পর যদি কোনো কারণে অযু ভেংগে যায়, হাদীসে বর্ণিত ফজিলত পাবার উদ্দেশ্যে পুনরায় ওযু করতে হবে কি?

উত্তর:
ঘুমানোর পূর্বে অজু করার পর পরবর্তীতে কোন কারণে বিছানা ছেড়ে উঠতে হলে বা টয়লেট যাওয়ার প্রয়োজন হলে বারবার অযু করার প্রয়োজন নেই। প্রথম ওযুই যথেষ্ট ইনশাআল্লাহ।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA