অনেকে বলে থাকেন যে, মহিলাদের বেপর্দা মহিলাদের সামনে পর্দা করা জরুরি। একথাটা কি ঠিক?

উত্তর: আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে কেবল পর পুরুষ (নন মাহরাম) থেকে পর্দা করতে আদেশ করেছেন। মাহরাম পুরুষের সামনে অথবা মহিলা অঙ্গনে তাদের জন্য পর্দা করা আবশ্যক নয়।
কেউ যদি বেপর্দা নারীদের সামনে পর্দা করতে বলে তাহলে সে দ্বীনের মধ্যে দলিল বহির্ভূত এবং বাড়াবাড়ি মূলক কথা বলল।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব